shopner bd
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
×

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করলেন ডিআইজি

  ময়মনসিংহ প্রতিনিধি ১০ জুন ২০২১, ১৭:৪৫

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সভা বুধবার ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মে/২০২১ মাসের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম।

সভায় রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, খুন, নারী নির্যাতনসহ অন্যান্য অধিক গুরুত্বপুণ মামলা সমূহে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আদালতে সোপর্দ করে মামলার তদন্ত কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ দেন। এছাড়া ডিআইজি নারী নির্যাতন প্রতিরোধ এবং মাদক নির্মূলে সবাইকে একযোগে কাজ করার নির্দেশ দেন। 

সভায় অভিন্ন মানদন্ডের আলোকে জানুয়ারী-মার্চ মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার শেরপুরের নালিতাবাড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদারে শেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসাবে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ ওয়াজেদ আলী, শ্রেষ্ঠ এসআই জামালপুর সদর থানার মোঃ খায়রুল ইসলাম ও শ্রেষ্ঠ এএসআই শেরপুরের শ্রীবরদীর মোঃ নজরুল ইসলামদের মাঝে পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), ময়মনসিংহেরপুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, রেঞ্জ অফিসের পুলিশ সুপার, সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ সুপার, মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), নেত্রকোনার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, পিবিআইয়ের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা, সিনিয়র সহকারী পুলিশ সুপার সিআইডি সুলতান মাহমুদ সহ রেঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।