স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৫ জুলাই ২০২২, ২৩:১৬
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়ায় (সিটি) দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে এ ঈদ উপহার প্রদান করা হয়।
আইএসপিআর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সর্বমোট ১০০০ জন দু্ঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। উপহার স্বরুপ সকলের হাতে তুলে দেওয়া প্যাকেটের মধ্যে ছিল পোলাও-্এর চাল, সাধারণ ডাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল এবং তেল। জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এর সার্বিক তত্ত্বাবধানে ৫৫ পদাতিক ডিভিশন এই উপহার বিতরণ কার্যক্রম আয়োজন করে।
যশোর সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে উপহার বিতরণ কার্যক্রম এ পরিচালনা করেন। এ সময় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com