স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ জুলাই ২০২২, ১০:৫৮
বলিউড বাদশা শাহরুখ খানের একটি সাদা-কালো ছবিতে মুখরিত সোশ্যাল মিডিয়া। আর সেই ছবিটি শেয়ার করেছেন কিং খানের ম্যানেজার পূজা দাদলানি। আর ছবি দেখে নতুন করে শাহরুখের প্রেমে পড়েছেন তার ভক্তরা। তবে ছবি দেখে যেন বেহাল দশা অভিনেত্রী রিচা চাড্ডার। ছবি দেখেই কমেন্ট করলেন, ‘হায়ে’।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বলিউড ক্রাশ সম্পর্কে বলতে গিয়ে রিচা চাড্ডা বলেন, ‘যখন ওকে (শাহরুখ খান) প্রথম দেখি মায়া মেমসাহাব (১৯৯৩), বিশ্বাসই হয়নি এরকম আকর্ষণীয় একটা মানুষ পৃথিবীতে আছে।’
পূজার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরার দিকে দুষ্টুমিষ্টি হাসি নিয়ে তাকিয়ে আছেন কিং খান। ক্যাপশনে লিখলেন, ‘একগুচ্ছ নতুন নতুন ট্রেন্ডের মধ্যে একটা ক্ল্যাসিক, যা কখনো পুরোনো হয় না’।
ছবিটা শেয়ার করার সঙ্গে সঙ্গেই যেন হামলে পড়েছে ভক্তরা। অনেকের মনেই প্রশ্ন, এটা কি তবে শাহরুখের নতুন ছবির লুক? এই প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে আছে শাহরুখ ভক্তরা।
কিছুদিন আগেই ভারতীয় সিনেমায় ৩০ বছর পূর্ণ করলেন কিং খান। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। এরই মধ্যে একশর বেশি ছবি করেছেন। এমনকি বলিউডের বেশিরভাগ নায়িকার সঙ্গেই জুটি বেঁধেছেন এই প্রেমিক পুরুষ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com