shopner bd
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
×

বিয়ের এক মাস পর সিদ্ধার্থকে নিয়ে যা বললেন কিয়ারা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ মার্চ ২০২৩, ২৩:২৫

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি
.

গত মাস থেকে টক অব দ্য টাউন কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রার স্বপ্নময় বিয়ের অনুষ্ঠান। শেরশাহ দম্পতি এ বছরের ৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ের অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

দুই তারকাই হানিমুন থেকে ফিরে আবার কাজ শুরু করেছেন। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে এক সাক্ষাত্কারে কিয়ারা তার বিবাহপরবর্তী জীবন সম্পর্কে কথা বলেছেন। যেখানে সিদ্ধার্থের তিনটি গুণের কথাও বলেছেন; যা তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন।

কিয়ারাকে প্রশ্ন করা হয়েছিল- সিদ্ধার্থের সঙ্গে বিয়ের পর তার জীবনে কী পরিবর্তন এসেছে।  অভিনেত্রী উত্তর দিয়েছেন- তিনি জীবনে প্রথমবারের মতো পরিবার পরিচালনার দায়িত্ব পেয়েছেন।

তিনি আরও বলেন, আমি যখন মা-বাবার সঙ্গে থাকতাম তখন মা সবকিছু করতেন। তার প্রতি আমার অনেক শ্রদ্ধা। বিয়ের পর সুন্দর জীবন উপভোগ করছি। আপনি দেখতে পাচ্ছেন, আমি খুব খুশি।

একপর্যায়ে সিদ্ধার্থের সবচেয়ে ভালো তিনটি গুণের বিষয়ে কিয়ারাকে প্রশ্ন করা হয়। তার সেরা গুণাবলী সম্পর্কে বলতে গিয়ে কিয়ারা বলেন, সিদ্ধার্থ আশপাশের লোকদের প্রতি খুব শ্রদ্ধাশীল।  সে (সিদ্ধার্থ) ছোট-বড়দের প্রতি খুব শ্রদ্ধাশীল। দ্বিতীয় গুণ হলো সিদ্ধার্থ খুব আন্তরিক; যা তার ভক্তরাও বলেছেন। মানুষের প্রতি তার খুব ভালোবাসা রয়েছে।

তৃতীয় গুণটির বিষয়ে তিনি বলেন, স্বামী হিসেবে সিদ্ধার্থ অনেক বড় সঙ্গী। সে সবসময় আমাকে অনুপ্রাণিত করছে; তা কাজ হোক বা নতুন কোনো কিছু। সিদ্ধার্থের মধ্যে দুঃসাহসী ভাব রয়েছে।  তার মধ্যে তেজস্বীয়তা রয়েছে; যা মানুষকে প্রভাবিত করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।