shopner bd
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
×

করোনা ভ্যাকসিন স্পুটনিক ফাইভের উদ্ভাবককে হত্যা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ মার্চ ২০২৩, ১৯:১৩

আন্দ্রে বোটিকভ
.

মস্কোতে নিজ ফ্লাটে খুন হলেন রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক ফাইভের উদ্ভাবক আন্দ্রে বোটিকভ। রাশিয়ান এই বিজ্ঞানীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রাশিয়ান কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

৪৭ বছর বয়সী আন্দ্রে বোটিকভ একজন ভাইরোলজিস্ট ছিলেন। তিনি সেই ১৮ জন বিজ্ঞানীদের একজন যারা গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারে স্পুটনিক ফাইভ ভ্যাকসিন নিয়ে কাজ করেছিলেন।

স্থানীয় সংবাদের প্রতিবেদনে বলা হয়েছে, তাকে তার রোগোভা স্ট্রিটের বাড়িতে বেল্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এর আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেসময় দুস্কৃতিকারীরা বাড়িতে ঢুকলেও তাকে হত্যা করতে পারেনি।

রাশিয়া তদন্তকারী দল এই হত্যার সাথে জড়িত আলেক্সি জেড নামে ২৯ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে। তদন্তকারী অফিসারদের জেরার মুখে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আলেক্সি। আইসিআর-এর মস্কো বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আলেক্সির বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত চলছে এবং তাকে অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

রাশিয়ান মিডিয়া অনুসারে, আলেক্সি জেড পুলিশের তালিকাভুক্ত অপরাধী। এরআগে যৌন কেলেঙ্কারির কারণে তার ১০ বছরের কারাবাস হয়েছিল।

বোটিকভ দেশের একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন এবং ভ্যাকসিন নিয়ে কাজের জন্য রাশিয়ার অনন্য সম্মান অর্ডার অব মেরিটে ভূষিত হন। স্পুটনিক ভি ভ্যাকসিন নিয়ে কাজ করার আগে ইভানভস্কি ইনস্টিটিউট অব ভাইরোলজির একজন সিনিয়র বিজ্ঞানী হিসাবে কাজ করতেন বোটিকভ।

গত মাসে রাশিয়ান জেনারেল ভ্লাদিমির মাকারভ তার গ্রামের বাড়িতে আত্মহত্যা করেন। একইভাবে, ভারতে থাকার সময় হোটেলের জানালা থেকে পড়ে পাভেল আন্তভ নামে এক রাশিয়ান টাইকুনের মৃত্যু হয়। এবার সেই তালিকায় জুড়লো আন্দ্রে বোটিকভের নাম। সূত্র: ইয়ন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।