স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৪ মার্চ ২০২৩, ২৩:০০
আমেরিকার মিশিগান স্টেটের হ্যামট্রামিক সিটির নতুন কাউন্সিলম্যান হলেন বাংলাদেশি-আমেরিকান আবু আহমেদ মুসা। কাউন্সিলওম্যান আমান্ডা জেকোয়েস্কি পদত্যাগ করায় সিটির আইন অনুযায়ী তার স্থলাভিষিক্ত হন গত নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মুসা। এ তথ্য নিশ্চিত করেছেন হ্যামট্রামিক সিটির প্রেটেম মেয়র কামরুল হাসান। তিনি জানিয়েছেন, ২৭ ফেব্রুয়ারি সিটি কাউন্সিলর সভায় আমান্ডা জেকোয়েস্কির পদত্যাগপত্র অনুমোদন হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টায় সিটি হলে আবু আহমেদ মুসার শপথ অনুষ্ঠান হবে।
জানা গেছে, ২০২১ সালের ২ নভেম্বর হ্যামট্রামিক সিটির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আমান্ডা জেকোয়েস্কি ১৮৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। ১৭৪৬ ভোট পেয়ে দ্বিতীয় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মুহিত মাহমুদ। একই সিটির আরেক নির্বাচিত কাউন্সিলম্যান অ্যাডাম আলবারমেকি অন্য শহরে চলে যাওয়ার কারণে সম্প্রতি পদত্যাগ করেন। তখন তার স্থলাভিষিক্ত হন নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্ মুহিত মাহমুদ।
এদিকে গত ২৪ ফেব্রুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন কাউন্সিলওম্যান আমান্ডা জেকোয়েস্কি। তার স্থলাভিষিক্ত হন নির্বাচনে ১৪৫৫ ভোট পেয়ে তৃতীয় প্রতিদ্বন্দ্বী আবু আহমেদ মুসা।
সিলেটের গোলাপগঞ্জে উপজেলার ভাদেশ্বর পূর্বভাগ গ্রামের সন্তান আবু আহমেদ মুসা। তিনি ১৯৯৬ সালে আমেরিকা প্রবাসী হন। ২০১০ সাল থেকে মিশিগানে সপরিবারে বসবাস করছেন। চাকরি করেন একটি কোম্পানির ম্যানেজার পদে। পড়াশুনা করেছেন সিলেটের এমসি কলেজে। তিনি ২০১৩ সালে হ্যামট্রামিক সিটির প্রথম কাউন্সিলম্যান নির্বাচিত হন। এরপর ২০১৫ সালে দ্বিতীয়বার কাউন্সিলম্যান হন। এ নিয়ে তৃতীয়বারের মতো কাউন্সিলম্যান নির্বাচিত হন তিনি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com