shopner bd
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
×

কাতারে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে প্রবাসীদের ঢল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ এপ্রিল ২০২৪, ১৫:৫৫

.

বাংলা বর্ষবরণ ১৪৩১ এর অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের ঢল নামে। 

রোববার সন্ধ্যা থেকে আবহমান বাংলার এই ঐতিহ্যবাহী উৎসব উপভোগ করতে কয়েক শত মানুষ জড়ো হয় কাতারের রোজ বাংলা রেস্টুরেন্টের সুসজ্জিত হলরুমে৷ 

আকাশ মিডিয়া ভুবনের উদ্যোগে কাতারে উদযাপিত হয় বাংলা বর্ষবরণ ১৪৩১ ও পহেলা বৈশাখের অনুষ্ঠান৷ 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাতার নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো.নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, শহিদ পরিবারের সন্তান সৈয়দ আনামিয়া, বঙ্গবন্ধু পরিষদ কাতারের সভাপতি ও আকাশ মিডিয়া ভুবনের উপদেষ্টা জাকির হোসেন বাবু, কমিউনিটি নেতা শফিকুল ইসলাম প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, ইসমাইল খন্দকার, প্রবাসী কবি আব্দুর রহমান, তরুণ উদ্যোক্তা কোরবান আলী রাসেল, প্রিন্স মোহাম্মদ ইয়াসিন, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল হাসান, সাবেক ফুটবল খেলোয়াড় আনোয়ার হোসেন লিটু,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ই এম আকাশ৷ 

 এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ইউসুফ পাটোয়ারি লিংকন, কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন বেপারী, দোলন খান, কবির হোসেন, সেলিম সরকার জিসান, হাসান কবির শাওন৷ 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এন টিভি কাতার প্রতিনিধি এ কে এম আমিনুল হক, জনি,  বাপ্পি, সাদ্দাম,  ফিরোজ,শামসুল আরেফিন,   সোহেল খান, ওবায়দুল প্রমুখ৷ 

বর্ষবরণ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল পান্তা ইলিশ ও কয়েক আইটেমের ভর্তা দিয়ে রাতের বিশেষ খাবার, পান্তাইলিশ খেয়ে শুভ উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম এক মন্তব্যে  রাষ্ট্রদূত বলেন, কয়েক বছর পরে পান্তাইলিশ খেলাম প্রবাসের মাটিতে তাও আবার বর্ষবরণ বলে কথা, পান্তাইলিশ খেয়ে বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী মন্তব্য করেন দীর্ঘদিন 
 পান্তাইলিশ খেতে পেরে মনে হয় বাংলাদেশে আছি এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান তিনি৷ 

পহেলা বৈশাখ উপলক্ষে ছিল বিশেষ রাফেল ড্র তাও আবার উন্মুক্ত, কাতারের জনপ্রিয়  সাইন গোল্ড ও ডায়মন্ডের পক্ষ থেকে বিশেষ উপহার হাতিয়ে নিয়েছেন
নিয়েছেন কাতার প্রবাসীরা৷ 

বিদেশি অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন,  প্রবীন সাংবাদিক আশরাফ সিদ্দিকী ও মোঃ হারুন৷ 

এ সময় রাষ্ট্রদূত তার বক্তব্য বলেন, আকাশ মিডিয়া ভুবন এর আয়োজনকে স্বাগতম জানাই কাতারে পহেলা বৈশাখের এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য,  এ সময়ে রাষ্ট্রদূত আকাশ মিডিয়া ভুবনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আগত অতিথি ও প্রবাসীদের মাঝে আলোচনা করেন, রাষ্ট্রদূত পরিশেষে বলেন, কাতারের আমির বাংলাদেশে যাবেন তাই কাতারের সবাই বাংলাদেশের মান সম্মানকে ধরে রাখবেন, যাতে কোনোভাবে দেশের ভাবমূর্তি নষ্ট না হয়, পরে পুরস্কার বিতরণ ও রাতের খাবার ও পান্তা ইলি খাবার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা হয়৷৷

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।