স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১২ জানুয়ারি ২০২৩, ২২:৫৬
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ওমানকে হারিয়ে এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওমানের মাসকাটে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বাংলাদশে শ্যুটআউটে ৭-৬ গোলে হারিয়েছে ওমানকে।
নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে শেষ হয়। দ্বিতীয় মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ৫৩ মিনিটে বাংলাদেশ ম্যাচে ফেরে রাকিবুল হাসান রকির গোলে। বাকি সময় কোন দল গোল করতে না পারায় খেলায় গড়ায় পেনাল্টি শ্যুটআউটে।
পেনাল্টি শ্যুটআউটের প্রথম ৫ হিটে দুই দলই ৩ টি করে গোল করে। পরে খেলার ফলাফল নির্ধারণ হয় সাডেন ডেথে।
বাংলাদেশ এর আগে ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে এই ওমানকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল।
শুক্রবার সকাল ১০টায় ঢাকায় ফিরবে বাংলাদেশ দল।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com