স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৭
আজ (বুধবার) রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে প্রদর্শন করা হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
এসব ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরক্ষা শক্তির প্রতীক হিসেবে শোভা পাচ্ছিল যখন স্কয়ারের পাশ দিয়ে ইসলামী বিপ্লব বিজয়ের ৪২তম বার্ষিকীর শোভাযাত্রা চলছিল।
'দেজফুল' ,'জুলফিকার বাসির', ও 'কিয়াম' মডেলের একটি করে ক্ষেপণাস্ত্র সেখানে রাখা হয়। তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের ক্ষেপণাস্ত্রই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
দেজফুল ক্ষেপণাস্ত্রটির পাল্লা এক হাজার কিলোমিটার। 'জুলফিকার বাসির' এর পাল্লা হচ্ছে ৭০০ কিলোমিটার এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য । এতে রয়েছে অপটিক্যাল ডিভাইস যা দিয়ে সাগরে ভাসমান যানকে সহজে আঘাতে হানতে পারে।
এছাড়া 'কিয়াম'ক্ষেপণাস্ত্রের ছোড়ার পরও এটিকে নিয়ন্ত্রণ করা যায়। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ৮০০ কিলোমিটার। ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান বলেন কাসেম সোলাইমানি শহীদ হওয়ার পর মার্কিন ঘাঁটিতে হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com