মোহাম্মদ সেলিম, আরব আমিরাত ২০ মে ২০২৫, ০৯:৪৯
সংযুক্ত আমিরাতে বাংলাদেশের গর্বিত প্রতিষ্ঠান বিশ্ববিখ্যাত পারফিউমস কোম্পানি আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির সিইও মোহাম্মদ মাহতাবুর রহমান নাছিরকে মর্যাদাপূর্ণ ৮ম গোল্ডেন এক্সিলেন্স অ্যাওয়ার্ড বছরের সেরা সুগন্ধি পুরস্কারে ভূষিত করা হয়েছে।
রোববার (১৮ মে) দুবাই ইন্টারকন্টিনেন্টাল হোটেল বলরুমে সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী ও রাজ পরিবারের সদস্য শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ান এই পুরস্কারটি দক্ষিণ এশিয়ার বিজনেস আইকন মাহাতাবুর রহমান নাছিরের হাতে তুলে দেন।
মাহাতাবুর রহমানের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ, সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী, শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান এই পুরস্কারটি প্রদান করেন।
আল হারামাইন পারফিউমস দীর্ঘদিন ধরে গালফ ও আন্তর্জাতিক বাজারে পারফিউম শিল্পে উদ্ভাবনীতা ও মানসম্পন্ন পণ্যের জন্য পরিচিত। এই সম্মাননা তাদের বিশ্ববাজারে অবস্থানকে আরও সুদৃঢ় করলো,পাশাপাশি বাংলাদেশের বিশ্বাবাজারে শুনলাম বয়ে আনল এই প্রতি স্টানটি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com