সুনামগঞ্জ প্রতিনিধি ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৩
করোনা ভ্যাকসিন প্রদানে সুনামগঞ্জ জেলা সদরসহ ১১টি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আজ শনিবার সকাল সুনামগঞ্জ জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে। ভবণের নীচ তলার বাম পাশের একটি কক্ষে শয্যা,চেয়ার টেবিলসহ প্রয়োজনীয় উপকরণ স্থাপন করা হয়েছে। ওই সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোঃ শামছ উদ্দিন আজ সকালে হাসপাতাল পরিদর্শন করে টিকাদান বুথ গুলো ঘুরে দেখেন।
সদর হাসপাতালের ৮টি বুথে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে তিন করে করোনা বুথ স্থাপন করা হয়েছে। জেলার ১১ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ টি বুথ ও সদর হাসপাতালের ১০ টি বুথে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে।
প্রতিটি টিকাদান কেন্দ্রে ২ জন টিকাদান কর্মী এবং চারজন করে স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। জরুরী কোন সমস্যা দেখা দিলে কুইক রেসপন্স টিম সব রকমের দায়িত্ব পালন করবেন। প্রতিটি বুথে একটি অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, পাল্স মিটার,ইনজেকশন কার্সন,বিপি সহ প্রয়োজনীয় মেডিকেল উপকরণ থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক(আরএমও) ডা. রফিকুল ইাসলাম ,মেডিকেল অফিসার ডা. সৈকত দাসসহ প্রমুখ।
এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সার্জন মোঃ শামছ উদ্দিন বলেন, আগামীকাল ৭ ফেব্রুয়ারী স্বাস্থ্যমন্ত্রী জাতীয় ভাবে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই সুনামগঞ্জ জেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়ে যাবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com