স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৬ এপ্রিল ২০২১, ২১:৫১
বলিউডে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে একের পর এক তারকার কোভিড-১৯ পজেটিভ হওয়ার খবর আসছে। এবার সে তালিকায় নাম আসল অভিনেত্রী ক্যাটরিনা কাইফের।
এর আগে, আমির খান, অক্ষয় কুমার, আলিয়া ভাট, ভিকি কৌশল, গোবিন্দ, ভূমি পেড়নেকরের করোনা পজেটিভের খবর এসেছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করোনা পজেটিভ হওয়ার কথা জানান ক্যাটরিনা।
অভিনেত্রী লেখেন, 'আমি করোনা আক্রান্ত। আইসোলেশনে আছি। সব ধরনের নিয়ম মেনে চলছি। আমার সংস্পর্শে যারা এসেছেন তারা দয়া করে একবার করোনা পরীক্ষা করিয়ে নেবেন। সবার ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।'
আগের দিনই সোমবার (৫ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। যিনি আবার ক্যাটরিনার প্রেমিক। তিনি নিজেই ইনস্টাগ্রাম পোস্টে তার পজেটিভ হওয়ার খবর জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, ভিকির থেকেই সংক্রমিত হয়েছেন নায়িকা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com