স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২১ মে ২০২৪, ১২:১৩
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র জিএসপি (যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা) পুনর্বহাল করতে চায় বলে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন; তা নাকচ করে দিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেছেন, বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা পুনর্বহালের ঘোষণা সম্পর্কে তার কিছু জানা নেই।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২০ মে) স্টেট ডিপার্টমেন্টের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে এমন মন্তব্য করেন মিলার।
সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সাথে সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর থেকে তুলে নেওয়া জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে চায়।
গত বুধবার (১৫ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেসময় দু’দিনের বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়ান এফেয়ার্স ব্যুরোর এসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।
সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ডোনাল্ড লু বলেছেন, আগে যে ‘জিএসপি’ সুবিধা পেতাম, সেটি তারা (যুক্তরাষ্ট্র) ফিরিয়ে দিতে চায়। সেজন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, যেটি আমরা রিভিউ করছি। সেটি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে।
সোমবার পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যকে উদ্ধৃত করে ওই প্রবাসী সাংবাদিক স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের দৃষ্টি আকর্ষণ করেন এবং এ ব্যাপারে তার মন্তব্য জানতে চান। এর জবাবে মিলার বলেন, জিএসপি সুবিধা পুর্নবহালের ঘোষণা সম্পর্কে তার কিছু জানা নেই।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com