shopner bd
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২
×

খাশোগি ইস্যুতে সৌদি যুবরাজের ব্যাখ্যা চাইলো যুক্তরাষ্ট্র

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ অক্টোবর ২০১৮, ০৯:০৭

সৌদি রাজপরিবারের সমালোচনাকারী সাংবাদিক জামাল খাশোগির গুম হয়ে যাওয়ার ঘটনায় সৌদি যুবরাজ মোহম্মাদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন শীর্ষ স্থানীয় মার্কিন কর্মকর্তারা। সেইসঙ্গে খাশোগি ইস্যুতে বিন সালমানের কাছে ব্যাখ্যা চেয়েছেন তারা। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা ও ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, খাশোগি ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে প্রাথমিকভাবে টেলিফোনে কথা বলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার। পরবর্তীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি বাদশা সালমানের সঙ্গেও বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। মার্কিন প্রশাসন হোয়াইট হাউজ জানিয়েছে, দুটি সংলাপেই খাশোগির গুম হয়ে যাওয়ার ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সৌদি সরকারকে এ ঘটনার তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতে বলা হয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স বলেছেন, নিখোঁজ সাংবাদিকের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা জামাল খাশোগি গত সপ্তাহের শেষ দিকে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর থেকে নিখোঁজ রয়েছেন। তুর্কি কর্মকর্তারা বলছেন, খাশোগিকে সৌদি কনস্যুলেটের মধ্যে হত্যা করা হয়েছে; যদিও সৌদি আরব এ অভিযোগ অস্বীকার করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।