রফিকুল ইসলাম সবুজ ৩০ মার্চ ২০২১, ১৯:২২
পোশা বিড়াল চৌকিদার লোক মুখে হয়তো অনেকেই শুনেছেন বা দেখেছেন। কুকুর যে চৌকিদার তা শুনলে হয়তো অনেকের কাছে সাজানো গল্প মনে করতে পারেন। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি কক্সবাজার জেলার সেন্টমার্টিন দ্বীপের শুটকি মোকামে প্রায় শত একর বিশাল এলাকাজুড়ে শত শত বাঁশের মাচায় নানা জাতের মাছ শুকানো হয়।
একদিকে যেমন মাচার উপরে শুটকি তৈরির শুকাতে দেওয়া মাছে মাছি ভন ভন করছে। অন্যদিকে মাচার নিচে রাজকীয় ভাবে বিশ্রাম নিচ্ছে আর চৌকিদারের দায়িত্ব পালন করছে অন্তত অর্ধশত কুকুর।
প্রতিদিন কয়েকশ মানুষের আনাগোনা কোনো ভাবেই দৃষ্টি আকর্ষণ বা বিশ্রামের ব্যাঘাত ঘটাতে পারেনি কেউ এমনটাই জানিয়েছেন শুঁটকি তৈরির শ্রমিকেরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com