স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২২ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৬
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন চলমান এসএসসি পরীক্ষার আরও দুই বিষয়ের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। এই দুই বিষয় হলো জীববিজ্ঞান ও উচ্চতর গণিত।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, চলমান এসএসসি পরীক্ষার স্থগিত চার বিষয় যথাক্রমে গণিত (আবশ্যিক), পদার্থবিজ্ঞান, কৃষি শিক্ষা, রসায়ন এবং আরও ২টি বিষয় জীববিজ্ঞান ও উচ্চতর গণিতসহ মোট ৬টি বিষয়ের ইতোপূর্বে সরবরাহকৃত প্রশ্নপত্র বাতিল করা হলো।
আরও বলা হয়, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে মধ্যে উক্ত বাতিলকৃত প্রশ্নপত্রসমূহ ট্রেজারি অফিসগুলোকে কঠোর নিরাপত্তার সাথে আলাদা করে পৃথক ট্রাঙ্কে সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com