shopner bd
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
×

ভালোবাসার ছক

  রাজলক্ষ্মী মৌসুমী ০৮ জুন ২০২৩, ২৩:৪২

.
.

কত কথা, কত আশা, কত স্বপ্ন সব নিয়েই  মিলার জীবন।
 বৃষ্টির  ঝর্ণা  ধারায়  ভিজে ভিজে  রঙ্গিন  আলিঙ্গন। 
ছোট ছোট সুখ পেলেই  যার সুখ।
প্রতিবাদীর অহংকার  যার মাঝে নেই এই হলো মিলা। 
সে যে  অবহেলা অনাদরেই 
এখন পা রেখেছে যৌবনে।
আয়নায় নিজেকে আবিষ্কার  করে, 
ভাবে মনে মনে আমি তো  এখনও আঁধারে। 
আলোকে খুঁজে পেতে    জানিনা কি করবো  এই রং বাহারে।
আমি চুনো পুটি কিছুই  নেই আমার।  
হঠাৎ  জীবন গেলো বদলে-
এলো যেনো  ভালোবাসার 
স্বপ্নের সেই সলতে। 
জ্বলে উঠলো জীবন  প্রদীপ
উচ্ছলতায় উচ্ছসিত  মিলা পরম তৃপ্তির  ঢেকুর তুলে।
বছর ঘুরতে  না ঘুরতেই 
প্রেমের বাঁধনে চির ধরলো।
জীবন পরিপূর্ণ হয় কিসে তা  মিলার ভাবনায় অন্ধকার। 
অবহেলা, অনাদর তার জীবন সাথী ফিরে এলো 
নিরাশার বুকে। 
মিথ্যে ভালোবাসায় , লম্পট  মানুষ  যার ঘরে তার আবার কিসের ঘর? 
যেখানে শুধু ছলচাতুরী , মিথ্যার আশ্রয়।
শান্তির পরশ খুঁজে বেড়ায় যত্রতত্র? 
মিলার চলার পথ  সবি মেকি  এইতো জীবনের চিত্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।