সৌদি আরব প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২০, ১৮:৩২
ভাষার মর্যাদা অর্জনে বাঙালি জাতিসত্তার বীজ রোপিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবির রহমান সেই বীজকে অঙ্কুর, অঙ্কুর থেকে বৃক্ষচারা। সেখান থেকে বটবৃক্ষ তথা লাল সবুজের বাংলাদেশ প্রতিষ্ঠা করেন এক সাগর রক্তের বিনিময়ে। রক্তের দামে কেনা এই দেশ। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীরা মূলত বাংলাদেশের অস্তিত্বের উপর কালো হাত দিয়েছে। ওদের বিষ দাঁত ভাঙ্গার শপথ নিতে হবে ৫০তম মহান বিজয় উৎসবের মধ্যদিয়ে।
সৌদি আরব রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভার বক্তারা এসব কথা বলেন।
রিয়াদ মহানগর যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু তীর্থ ভূমির তরুণ মুজিব তুর্কি আরকান শরীফের সঞ্চালনায় বিজয় দিবসের আলোচনা সভার সভাপতি ছিলেন- রিয়াদ মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিব তুর্কি- শ্রী নন্দলাল সরকার।
প্রধান অতিথি ছিলেন- রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের সভাপতি সৌদি আরবে পুরস্কারপ্রাপ্ত কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর রেজাউল করিম মিলন। প্রধান বক্তা ছিলেন- সাধারণ সম্পাদক ও কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, সহসভাপতি আব্দুর রহমান চৌধুরি, সহসভাপতি প্রতিবাদী মুজিবতুর্কি মো. ইছাউল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ও রিয়াদ সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আবুল বশির, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মেহেদি হাসান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদুল ইসলাম মাদবর প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন- প্রবাসী গোপাল যুবলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজি কামাল, ফ্রেন্ডস অব বাংলাদেশের দপ্তর সম্পাদক মান্নান মাদবর, সাংগঠনিক সম্পাদক শহীদ মুন্সি, আওয়ামী নেতা ওয়াজের আলী, যুবলীগের যুগ্ম সম্পাদক জুনায়েদ মাদবর, শ্রমিক লীগের সহসভাপতি আবুল কামাল মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, যুবলীগের তথ্য গবেষণা সম্পাদক শাহ মইনউদ্দিন মোল্লা, সাংগঠনকি সম্পাদক মোছলে উদ্দিন মানিক, যুবলীগ নেতা কালাম মিয়া প্রমুখ।
বক্তারা আরো বলেন- প্রবাসী আওয়ামী পরিবারে কিছু মোস্তাকি লুকিয়ে আছে, তারা গিবতের মতো পেছনে কথা বলে। পরস্পরের প্রতি বিদ্বেষে ব্যস্ত। এরা দূতাবাসে অফিসারদের রুমে রুমে কান পড়া দেয়। এরা চিহ্নিত। এদের মুখোশ খুলে দেওয়া হবে।
’৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের শ্রদায় স্মরণ করেন বক্তারা। বর্তমানের মৌলবাদের উত্থান প্রতিহত করতে প্রবাসী আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় আলোচনা সভা থেকে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com