স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩০ সেপ্টেম্বর ২০২১, ০২:১৯
পারিবারিক পৃষ্ঠপোষকতায় অভিবাসী হওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের নির্ভরশীলরা কিছু কিছু ক্ষেত্রে যেন যুক্তরাষ্ট্রে অবস্থান করেই গ্রিনকার্ড পেতে পারেন, সেই বিধান সম্বলিত একটি বিল হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাস হতে পারে।
এজন্য সংশ্লিষ্টদের মাথাপিছু সংশ্লিষ্টদের ফি’র পরিমাণ দুই হাজার ৫০০ ডলার নির্ধারণ করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।
বিলটির প্রক্রিয়া কেবলমাত্র শুরু হয়েছে। বিলটি যদি পাস হয়, তাহলে লক্ষ লক্ষ অবৈধ ইমিগ্রান্ট এই প্রক্রিয়ার সুযোগ গ্রহণ করতে পারবে।
বিলে গ্রিনকার্ড পাওয়ার জন্য চারটি শ্রেণির অভিবাসীরা প্রাধান্য পাবে। তারা হলেন- যারা শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছে, যারা ২০১০ এর জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অত্যাবশ্যকীয় কর্মী হিসেবে কাজ করেছেন, যারা ২০১৭ সালের জানুয়ারিতে টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাসে ছিলেন এবং যারা ২০২১ সালের ২০ জানুয়ারি ডেফার্ড এনফোর্সড ডেপারচার এর আওতায় ছিলেন।
প্রাথমিক ধারণা অনুযায়ী বিলটি পাস হতে প্রায় ৭০ লাখ ইমিগ্রান্ট বৈধতা লাভের সুযোগ পাবে। যারা নন-ইমিগ্রান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তারাও এই প্রক্রিয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com