আরব আমিরাত প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২১, ১৬:৪২
প্রবাসে নতুন প্রজন্মের মাঝে দেশের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে নারী নেতারা বলেন, দেশের সংস্কৃতি ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাহলে তারা জানবে দেশ ও দেশের সংস্কৃতি সম্পর্কে।
১৫ অক্টোবর শুক্রবার স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে সংযুক্ত আরব আমিরাত আল-আইনে বাংলাদেশি লেডিস ইন ইউএই আয়োজিত মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
মডারেটর সাদিয়া আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রুপ অ্যাডমিন লিজা হোসাইন। বিশেষ অতিথি ছিলেন অ্যাডমিন লাভন্য আদিল, মডারেটর সালমা মেরি, মডারেটর পারভীন জলি, গ্রুপ এক্সপার্ট শাহানা পারভীন, গ্রুপ এক্সপার্ট জাহিদা জাবিন, গ্রুপ এক্সপার্ট এন জে নিশু, গ্রুপ এক্সপার্ট মায়মুনা মিশু, ফারজানা শান্তা প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সালমা ডলি ও মুনতাহিনা।
কেক কেটে মিলনমেলার উদ্বোধন করা হয়। আলোচনা শেষে ছোট ছেলেমেয়েদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা, মহিলাদের পিলু পাসিং খেলাধুলা, কবিতা আবৃতি, কেরাত প্রতিযোগিতা, গান, নৃত্যানুষ্ঠানসহ র্যা ফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমিরাতের আবুধাবি, দুবাই ও সারজায় প্রবাসী বাংলাদেশিরা সপরিবারে উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com