shopner bd
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
×

আমিরাতে অবৈধ বাংলাদেশিদের করোনার ভ্যাকসিন গ্রহণের সুযোগ

  আরব আমিরাত প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২১, ১৫:০৮

আরব আমিরাত

আমিরাতে বাসবাসরত অবৈধ বাংলাদেশিদের করোনার ভ্যাকসিন গ্রহণের সুযোগ দিয়েছে আমিরাত সরকার। যে কোনো টিকা কেন্দ্রে গিয়ে এ সুযোগ নির্ভয়ে গ্রহণের আহ্বান করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি বৃহস্পতিবার বাংলাদেশ সমিতি ফুজাইরাহ আয়োজিত প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন।

একটি অভিজাত হোটেলে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন কুমার। সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, কনসাল জেনারেল জামাল হোসেন, বাংলাদেশে নিযুক্ত আমিরাতের উপ-মিশনপ্রধান আব্দুল্লাহ আল হামুদি, বাংলাদেশ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি সিআইপি মাহতাবুর রহমান নাসির।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি সাইফুর রহমান। কোরআন তেলাওয়াত করেন সমিতির কার্যকরী সদস্য মোহাম্মদ ফারুক।

এ সময় প্রবাসীরা করোনার কারণে যারা আটকা পড়ে ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের ফিরে আসা নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি জানান।

অনুষ্ঠানে সমিতির ইয়াং স্টার গ্রুপ প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিক্ষার্থীদের নানা সমস্যা নিয়ে মন্ত্রীর কাছে লিখিত আবেদন পেশ করেন। এ সময় মন্ত্রী সব প্রবাসীদের প্রবাসীকল্যাণ কার্ড ১৬০ দেরহামের বিনমিয়ে কনস্যুলেট থেকে বানিয়ে সরকার প্রদত্ত সব সেবা গ্রহণের আহবান জানান। মন্ত্রী বলেন, দেড় কোটি প্রবাসী হলেও মাত্র ৮০ হাজার মানুষের কার্ড আছে। ৮০ হাজার মানুষের টাকা দিয়ে চাইলেও দেড় কোটি মানুষকে সহায়তা করা যায় না। তাই দয়া করে এই কার্ড বানানোর গুরুত্ব দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।