shopner bd
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
×

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার পথচলা শুরু

  সিডনি প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২১, ১৬:১৬

সিডনি

সিডনিতে নারীদের নতুন সংগঠন 'বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া' তাদের পথচলা উপলক্ষে সম্প্রতি  সিডনির বি ডি হাব কমিউনিটি হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনে মিডিয়া এন্ড কালচার সেক্রেটারি আবিদা আসওয়াদ ও অর্গানাইজিং সেক্রেটারি শাহানা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেনারেল সেক্রেটারি শিরিন আক্তার মুন্নি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শায়লা ইসলাম, ট্রেজারার তাবাসুম জলিল চৌধুরী, উইমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি নুসরাত জাহান স্মৃতি এক্সিকিউটিভ মেম্বার ডা. ফাহিমা সাত্তার, ইলোরা খান, সামিয়া আক্তার, অমিয়া মতিন প্রমুখ।

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট রাহেলা আরেফিন বলেন, আমাদের এই সংগঠনটি সম্পূর্ণভাবে নারীদের জন্য। মূলত আমরা নারীর ক্ষমতায়ন ও নারীর মর্যাদা নিয়ে কাজ করবো।

শুভেচ্ছা বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব এর প্রেসিডেন্ট রহমত উল্লাহ, জন্মভূমি বেতারের সিইও ও জন্মভূমি টেলিভিশনের ডিরেক্টর সৈয়দ আকরাম উল্লাহ, জন্মভূমি টেলিভিশনের ডিরেক্টর (নিউজ) নাইম আব্দুল্লাহ, টেলিঅজ এর সিইও ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, নৃত্যশিল্পী অর্পিতা সোম, বাংলা পাঠশালার প্রতিষ্ঠাতা সদস্য মিলি ইসলাম, শ্রেয়সী দাস প্রমুখ।

এই কমিটিতে আছেন রাহেলা আরেফিন, প্রেসিডেন্ট, শায়লা ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, শামীমা আলমগীর, ভাইস প্রেসিডেন্ট, শিরিন আক্তার মুন্নি, জেনারেল সেক্রেটারি, তাবাসুম জলিল চৌধুরী, ট্রেজারার, আবিদা আসওয়াদ, মিডিয়া এন্ড কালচারাল সেক্রেটারি, শাহানা চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারি, নুসরাত জাহান স্মৃতি, উইমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি, কানিতা আহমেদ, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি, নায়লা রহমান, পাবলিকেশন সেক্রেটারি, এক্সিকিউটিভ মেম্বার ডা. ফাহিমা সাত্তার, ফারজানা আহমেদ, সাবরিনা হোসাইন, মাহিরা পারভীন, সঞ্চিতা মতিন, ইলোরা খান, নাজনীন খন্দকার, অমিয়া মতিন, সারিনা শারমিন, তাহসিন আক্তার, কামরুন নাহার প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।