shopner bd
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
×

মালয়েশিয়ায় কর্মীদের কল্যাণ নিশ্চিতে হাইকমিশন ও সকসো'র অঙ্গীকার

  মালয়েশিয়া প্রতিনিধি ২০ নভেম্বর ২০২১, ১৫:৩৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের (সকসো) কর্মকর্তারা বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ারের সঙ্গে বৈঠক করেছেন। ১৮ নভেম্বর বুধবার বেলা ১১টায় মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে পারকেসু ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষে হাইকমিশনার মো. গোলাম সারোয়ারের সঙ্গে শ্রমকল্যাণ উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের পক্ষে সিইও দাতুশ্রী ড. মোহাম্মেদ আজমান বিন দাতু আজিজ মোহাম্মেদের সঙ্গে ডেপুটি সিইও জন রিবা আনাক মারিন, পরিচালক হারিরি বিন হারুনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে সকসো কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে সকসো'র সিইও অবহিত করেন। তিনি জানান, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত  ৫,০৬,১৬৩ জন বাংলাদেশি কর্মী সকসো'র মেম্বারশিপ লাভ করেছেন।  এ পর্যন্ত  অস্থায়ী অক্ষমতাবরণকারী ৩১৭৮ জনকে ৮ কোটি ৮১ লাখ টাকা, স্থায়ী পঙ্গুত্ব বরণকারী ৬৮ জনকে ৪ কোটি ২১ লাখ টাকা, ২১৯টি মৃতদেহ প্রেরণ বাবদ ২ কোটি ২ লাখ ৬৪ হাজার টাকা প্রদান করা হয়েছে। মার্চ ২০২১ থেকে ৩১ অক্টোবর ২০২১ পর্যন্ত কর্মক্ষেত্রে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৮৫০ জনকে ৯৮ লাখ ৯৭ হাজার টাকার সমপরিমাণ অর্থ সুবিধা প্রদান করা হয়েছে।

বাংলাদেশি কর্মীদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত উভয় দেশের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষর, দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুবরণকারী কর্মীদের পরিবারকে সকসো'র সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে বেগবান করা, সকসো'র সাথে বাংলাদেশ হাইকমিশনসহ বাংলাদেশের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রয়োজনীয় তথ্যাদি বিনিময় সংক্রান্ত বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশি কর্মীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশন ও সকসো একযোগে কাজ করতে অঙ্গীকার করে। যেসব বাংলাদেশি কর্মী এখনো সকসো'র সদস্যপদ লাভ করেননি তাদের দ্রুত সদস্যপদ গ্রহণ করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।