shopner bd
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
×

সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের সেবা অনলাইনে নিশ্চিত করা হবে: রাষ্ট্রদূত

  সৌদি আরব প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৫

সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ইকামার মেয়াদ উত্তীর্ণ, যাদের নামে কর্মে অনুপস্থিতির মামলা (হুরুব) রয়েছে এবং যারা দেশে ফিরতে ইচ্ছুক এসব প্রবাসীদের জন্য অনলাইনে স্পেশাল এক্সিট সেবা প্রদান করা হবে। স্থানীয় সময় রোববার সকালে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে সেবা কার্যক্রমের উদ্বোধনকালে এ মন্তব্য করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রাষ্ট্রদূত বলেন, যে সকল প্রবাসী বাংলাদেশি দেশে ফিরতে ইচ্ছুক তারা বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে (www.bangladeshembassy.org.sa) প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনের পর যে কেউ তার আবেদনের আপডেট ও দেখে নিতে পারবেন। এছাড়া ওয়েবসাইটে অন্যান্য সেবার জন্যও আবেদন করা যাবে।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আরও বলেন, সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন শহরের দূরদূরান্তে বসবাস করেন। তাদের কষ্ট করে এ সকল সেবার জন্য আর দূর দূরান্ত থেকে দূতাবাসে আসার প্রয়োজন হবেনা। সৌদি আরবের বিভিন্ন শহরে স্থাপিত প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমেও প্রবাসীদের পাসপোর্টসহ বিভিন্ন জরুরি সেবা নিয়মিত প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, দূতাবাসের পক্ষ থেকে ইতিমধ্যে ১৬,৮৬১ জন মেয়াদ উত্তীর্ণ ইকামাধারী প্রবাসী ও ১১৬৯৮ জন কর্মে অনুপস্থিত মামলা (হুরুব) রয়েছে তাদের স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় এ সেবা প্রদান করা হয়েছে। দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের পক্ষ থেকে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের অনলাইনে আবেদনের জন্য সহায়তা করা হয়। অনুষ্ঠানে অনলাইনে আবেদন ও আপডেট জানার বিষয়ে একটি টিউটোরিয়াল ও প্রদর্শন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।