স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৪ মার্চ ২০২৩, ২৩:১০
প্রতি বছরের মতো এবারো কুয়েত প্রবাসী বাংলাদেশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সোসাইটি বার্ষিক বনভোজন এর আয়োজন করেছে।
শুক্রবার কুয়েতের কেবেড এলাকার এক রিসোর্টে বনভোজন ও বিনোদনের অংশ হিসেবে দিনব্যাপী নানান ধরনের খেলাধুলা, নাচ, গান, র্যাফল ড্র, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজ এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটুয়ারী, বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুতফুর রহমান মুখাই আলী, আয়োজক সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সংগঠনের জ্যেষ্ঠ নেতাসহ বাংলাদেশ কমিউনিটি কুয়েতের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা।
শামসুল হক বাদল ও মুশফিকুর রহমানের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বনভোজন আয়োজকরা বলেন, বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির ধারাকে ত্বরান্বিত করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বছরের একটা সময় নিজেদেরকে এক সাথে মিলিত হওয়ার সুযোগ তৈরি করে দেয় বলেও মন্তব্য করেন আয়োজকরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com