shopner bd
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
×

নিউইয়র্ক প্রবাসী ব্যবসায়ী আবুল হোসেনের সিআইপি স্বীকৃতি অর্জন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১২

.

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-এনআরবি) হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী আবুল হোসেন। তিনি ফজিলা গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও। এছাড়া তিনি একাধারে বাংলাদেশে রিপাবলিক অফ উগান্ডার অনারারি কনসাল এবং রিপাবলিক অফ সুরিনামের প্রেসিডেন্টের উপদেষ্টা এবং আন্তর্জাতিক সংস্থা ডিপ্লোমেসি ফর ওয়ার্ল্ড পিস (ডিডব্লিউপি)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।খবর বাপসনিউজ ।

গত বুধবার ,১৮ ডিসেম্বর ২০২৪,বাংলাদেশের রাজধানী ঢাকার ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী ব্যবসায়ীদের ভূমিকা দেশের অর্থনীতির বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্মাননা দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানের যথাযথ স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে। 

 নিউইয়র্ক প্রবাসী ব্যবসায়ী আবুল হোসেন দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তার নেতৃত্বে ফজিলা গ্রুপ আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে। একইসঙ্গে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং বাংলাদেশ ও উগান্ডার বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে তার ভূমিকা বিশেষ প্রশংসনীয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।