shopner bd
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
×

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে দুবাই যাচ্ছেন জাহানারা-রুমানা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ এপ্রিল ২০২২, ১৪:২৪

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে দুবাই যাচ্ছেন জাহানারা-রুমানা

ছেলেদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ জনপ্রিয়তা পেলেও এখনো সেভাবে নামডাক কুড়াতে পারেনি নারীদের টুর্নামেন্ট। তবুও প্রায় প্রতি বছরই নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজন করে ভার‍ত আর অস্ট্রেলিয়া। এবার ওই তালিকায় নাম তুলতে যাচ্ছে হংকংয়ের ফেয়ারব্রেক। যেখানে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের দুই ক্রিকেটার জাহানারা আলম আর রুমানা আহমেদ। আগামী ১ মে দুবাইয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের।

অলরাউন্ডার জাহানারা আলম জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে টুর্নামেন্টটি খেলতে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন তারা। জাহানারা বলেন, ‘আগামী ৩০ এপ্রিল দেশ ছাড়ার কথা আছে। সব ঠিক থাকল ফিরব ১৬ মে। এবার ঈদুল ফিরত দেশের বাইরে হবে।’

৬ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২০টি। যেখানে অংশ নিচ্ছেন ৩৫টি দেশের ৯০ জন নারী ক্রিকেটার। বাংলাদেশের দুই অলরাউন্ডার জাহানারা আলম খেলবেন টুর্নামেন্টটির দল ফ্যালকনে, রুমানার জায়গা হয়েছে বার্মি আর্মিতে।

এবারই অবশ্য প্রথম নয় ফেয়ারব্রেকের এই টুর্নামেন্ট। ২০১৮ সালে ছোট পরিসরে যাত্রা শুরুর পর এবার টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। ফ্র্যাঞ্চাইজি এই লিগটি আইসিসির থেকে স্বীকৃত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।