স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০১
প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেটরত্ন তুলে আনার প্রয়াসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাঠে গড়িয়েছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট (গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট)।
টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক ও প্রধান পৃষ্ঠপোষক অস্ট্রেলিয়া প্রবাসী নির্জন মোশাররফ।
সোমবার দুপুরে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে এক আড়ম্বর পরিবেশে জাতীয় সংগীত গেয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক অস্ট্রেলিয়া প্রবাসী নির্জন মোশাররফ, সদস্য সচিব মো. শরীফুল ইসলাম, আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, মো. মনির হোসেন, ওসি (তদন্ত) মো. শফিক আহমেদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, সাবেক ক্রিকেটার নয়ন ঘোষ, মোহাম্মদ আলামিন, জীবন মোবারাক।
প্রধান পৃষ্ঠপোষক অস্ট্রেলিয়া প্রবাসী মোশাররফ হোসেন নির্জন বলেন, তৃণমূল পর্যায়ে ক্রিকেটকে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। আমার বিশ্বাস এই উদ্যোগ সফল হলে আখাউড়া থেকে অনেক তরুণ ক্রিকেটার জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করবে।
অনুষ্ঠানের উদ্বোধক আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। মুক্তিযুদ্ধের উজ্জ্বল স্মৃতিময় স্থান হলো আখাউড়া। আমাদের পূর্বজনেরা যে আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা এনে দিয়েছেন তার প্রতিফলন হিসেবে আমাদের মাদক গ্রহণ করা উচিত না। মাদকের বিরুদ্ধে আমাদের একটি আন্দোলন করে তুলতে হবে। খেলাধুলাই হবে তার একটি দৃষ্টান্ত।
উপজেলার ৫টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা থেকে মোট ৮টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নেবে। বিজয়ী দলকে গোল্ডকাপ ট্রফি দেওয়া হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব মো. শরীফুল ইসলাম।
এই আয়োজনকে ঘিরে বিভিন্ন মতবিনিময় সভা ও অফিসিয়াল প্রেস কনফারেন্স করা হয়। প্রেস কনফারেন্সে আয়োজকরা জার্সি তুলে দেন প্রতিটি দলের খেলোয়াড়কে। সেই সঙ্গে তারা টুর্নামেন্টের লক্ষ্য ও উদ্দেশ্য সবার সামনে তুলে ধরেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com