স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৪
দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের উইটব্যাংকে সুইট ট্রাভেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে ট্রফি ও নগদ ২৫ হাজার রেন্ড। আর রানার্স আপ দল পেয়েছে ১২ হাজার রেন্ড ও ট্রফি।
রোববার (১৯ ফেব্রুয়ারি) পুরস্কার বিতরণ ও জমকালো আয়োজনের মধ্যদিয়ে এ টুর্নামেন্টটি সমাপ্ত হয়।
এদিন ফাইনাল ম্যাচে লেনেসিয়া সুপারস্টার প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক উইটব্যাংক কিংস ইলেভেনকে ১৫৯ রানের টার্গেট দেয়। জবাবে এক ওভার বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উইটব্যাংক কিংস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার নুরে হেলাল সাইফুর রহমান। সমাজসেবী মমিনুল হক মমিনের সভাপতিত্বে এবং মুশফিক চৌধুরী ও উসমান গনি বাদলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেলুলার প্রোপাইটিস লিমিটেডের প্রধান কার্যনির্বাহী অফিসার জ্যাকো ব্রিটস, নেক মানি আফ্রিকার প্রধান নির্বাহী কাজী ফরহাদ কামাল, মোখলেসুর রহমান (রানা), মুশফিকুর রহমান, ওসমান গনি বাদল, আফনান ডালিম, মহি উদ্দিন রানা, তিয়ান বেনেক অপারেশন ম্যানেজার সেলুলার প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com