স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ ডিসেম্বর ২০২২, ০০:০৫
দেশে দুই বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক দুটি হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। নানা অনিয়মের কারণে আলোচ্য ব্যাংকগুলোতে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি ব্যাংক দুটি থেকে বড় অঙ্কের ঋণ জালিয়াতির তথ্য এসেছে। নিয়ম অনুযায়ী যদি কোনও ব্যাংকের বিরুদ্ধে বড় কোনও অনিয়মের অভিযোগ উঠে, তাহলে তা তদারকির জন্য বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষক নিয়োগ দেয়। দুটি ব্যাংকের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠায় আজ পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হলো। তারা ব্যাংকের পর্ষদের সব সভায় অংশগ্রহণ করবেন।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক আবুল কালামকে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে, কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক মুতাসিম বিল্লাহকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com