shopner bd
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
×

জুলাইয়ে কমেছে প্রবাসী আয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ আগস্ট ২০২৩, ১২:৩৬

.
.

সদ্য বিদায়ী জুলাই মাসে প্রবাসী আয় এসেছে ১৯৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। তার আগের মাস জুনে প্রবাসী আয় এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ জুনের তুলনায় জুলাইয়ে ২২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কম এসেছে।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মো. সরোয়ার হোসেন।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখা গেছে, গত বছরের জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় কমেছে ৫ দশমিক ৮৮ শতাংশ। গত জুন মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ২০ শতাংশ।

জুন মাসে প্রবাসী আয় বৃদ্ধির পর জুলাই মাসে প্রবাসী আয় কমতে শুরু করে। পরিস্থিতি বিবেচনা করে মাসের শেষ দিনে ৩১ জুলাই প্রবাসী আয়ের ডলারের মূল্য ১০৮ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা বৃদ্ধি করে ১০৯ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া প্রবাসী আয়ে প্রতি ডলারে সরকার প্রণোদনা দিচ্ছে ২ টাকা ৫০ পয়সা। এর ফলে প্রবাসীরা ১ ডলার দেশে পাঠালে পাবেন ১১১ টাকা ৫০ পয়সা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।