shopner bd
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
×

হিলি বাজারে ডিমের হালি ৫২ টাকা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ আগস্ট ২০২৩, ১২:৪০

.
.

দেড় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলির পাইকারি বাজারে হালিতে ডিমের দাম বৃদ্ধি পেয়েছে ৫ থেকে ৬ টাকা। পাইকারি বাজারে ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৫২ টাকা। 

ব্যবসায়ীরা বলছেন, মোকামে ডিম সংকট, যার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা। 

শনিবার (১২ আগস্ট) বিকেলে হিলির সবজি বাজারে গিয়ে জানা যায়, গত দেড় সপ্তাহ আগেও পাইকারি বাজারে ডিমের হালি ছিলো ৪৫ থেকে ৪৬ টাকা হালি। বর্তমান সেই ডিম পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৫২ টাকা হালিতে।

হিলি বাজারে এসব অধিকাংশ ডিম আসে রংপুর জেলার বিভিন্ন এলাকা থেকে। ঐসব এলাকায় দেখা দিয়েছে ডিমের সংকট। যার কারণে চাহিদা অনুযায়ী ডিম পাচ্ছেন না এই বাজারের ডিম ব্যবসায়ীরা। এই জন্য বাড়ছে ডিমের দাম, বলছেন ব্যবসায়ীরা। এদিকে ডিমের দাম ক্রমেই বাড়ায় হতাশ সাধারণ ক্রেতা-বিক্রেতারা। 

ডিম কিনতে আসা আব্দুর রাজ্জাক বলেন, কিছুদিন আগেও ৪৫ টাকা হালি ডিম কিনেছিলাম। আজ বাজারে তা ৫২ টাকা হালি। বাজারে তো সব জিনিসের দাম বেশি। বিশেষ করে মাছ আর মাংসের দাম আকাশ ছোঁয়া। এখন দেখি ডিমের দামও আকাশ ছোঁয়া। এতো দাম বাড়লে আমরা চলবো কি করে? 

হিলি বাজারের ডিম ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক বলেন, ব্যবসায় শান্তি নেই। একেক দিন একেক রকম বাজার। ক্রেতাদের সাথে অনেক তর্কবিতর্ক হচ্ছে। মোকাম থেকে ডিম চাহিদা মোতাবেক আসছে না। যা চাচ্ছি, তার চার ভাগের এক ভাগ পাচ্ছি। রংপুর এলাকা থেকে এসব ডিম আসে, ঐখানেই নাকি ডিম সংকট। যার কারণে এমন অবস্থা। বেশি দামে কিনছি তাই বেশি দামে বিক্রি করছি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।