shopner bd
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
×

হিলিতে কমেছে আলুর দাম, কেজি ৪০ টাকা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ নভেম্বর ২০২৩, ১৪:২৬

.

ভারত থেকে আলু আমদানি হওয়ায় দিনাজপুরের হিলি বাজারে কমতে শুরু করেছে আলুর দাম। আমদানিকৃত আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। এদিকে, দেশি আলুর দাম কেজিতে ১০ টাকা কমে গেছে। আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এসব তথ্য জানা যায়। এদিকে, আলুর দাম কমে যাওয়ায় সাধারণ ক্রেতা-বিক্রেতারাও খুশি।

ব্যবসায়ীরা জানান, ভারতীয় আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। দেশি আলু মানভেদে বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকা কেজি দরে।

বাজারে আলু কিনতে আসা আব্দুল আজিজ বলেন, কয়েকদিন ধরে আলুর যে কারসাজি চলল তা বলার মতো না। ৬৫ টাকা কেজি আলু কিনেছি। আজ ভারতের আলু কিনলাম ৪০ টাকায়। আর দেশি আলুর দামও কম দেখছি।

সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। সে জন্য দেশি আলুর দামও কমে গেছে। বর্তমানে দেশি আলু ৪৫-৫৫ টাকা কেজি দরে বিক্রি করছি।

হিলি বাজারের পাইকারি আলু ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, বন্দরে ভারতীয় আলু আমদানি হয়েছে। ৩৬ টাকা কেজি দরে কিনে ৪০ টাকায় বিক্রি করছি। 

কাস্টমস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রথমবারের মতো হিলি স্থলবন্দরে ভারতীয় আলু আমদানি হয়েছে। ১৫০ ডলারে প্রায় ১৮০ মেট্রিক টন আলু আমদানি করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।