shopner bd
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
×

গরুর মাংসের সঙ্গে কমেছে মাছ-মুরগি-ডিমের দামও

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ ডিসেম্বর ২০২৩, ১৫:১৬

.

গরুর মাংসের সঙ্গে কমেছে মাছ-মুরগি-ডিমের দামও। এতে স্বস্তিতে সাধারণ মানুষ। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা কেজি দরে। অপরদিকে, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৩০-৫৫০ টাকা কেজি। আর ব্রয়লার বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকা কেজি দরে।

মাছের বাজার ঘুরে দেখা যায়, রুই মাছ বিক্রি হচ্ছে আকারভেদে ৩০০-৪৫০ টাকা কেজি দরে, ইলিশ বিক্রি হচ্ছে ৬০০-১২০০ টাকা কেজি দরে। আর ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়।

সবজির দামও কিছুটা কমেছে। আলু বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা কেজি দরে, বেগুন ৪০-৬০ টাকা, শসা ৫০-৭০ টাকা, পটল ৬০-৭০ টাকা এবং কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১১০-১৪০ টাকা কেজি দরে।

মাছ বিক্রেতা মাসুম বলেন, সব মাছের দাম এখন কম আছে। বেচাকেনাও ভালো। গরুর মাংসের দাম কমায় মাছের ওপর চাপ কমেছে। ফলে চাহিদা অনুযায়ী মাছ থাকায় দামটাও সাধ্যের মধ্যে।

বাজার করতে আসা মুশফিকুর নামের এক ক্রেতা বলেন, শীতের সবজির দাম কমেছে। গরুর মাংসের দামও কম। বাজারে এসে কিছুটা স্বস্তিতে আছি। দাম এমন নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের নজরদারি বাড়াতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।