shopner bd
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
×

সাউথইস্ট ব্যাংকের ব্যামেলকো সম্মেলন অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ নভেম্বর ২০২৪, ১৭:৪৯

.

সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘ব্যামেলকো সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড মডেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ভারপ্রাপ্ত প্রধান এ কে এম এহসান প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন।

তিনি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকের করণীয় সম্পর্কে পরামর্শ এবং প্রতিরোধের কৌশলগুলোর ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন। তিনি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নবিষয়ক সাম্প্রতিক সমস্যা এবং তা প্রতিরোধে ব্যাংকের স্বপ্রণোদিত পদক্ষেপ নিয়ে আলোকপাত করেন।

ব্যাংকের সব শাখার প্রধান, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপশাখা ও অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানসহ মোট ৩৫০ সম্মেলনে অংশ নেন।

এ ছাড়া ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. মাছুম উদ্দিন খান সমাপনী বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।